সিমলা: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতীয় জনতা যুব মোর্চার (Bharatiya Janata Yuva Morcha) সম্মেলন, চলবে রবিবার পর্যন্ত। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ধর্মশালায় এই সম্মেলনে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এমনই জানালেন ধর্মশালার (Dharamshala) বিজেপি বিধায়ক বিশাল নেহরিয়া (BJP MLA MLA Vishal Nehria)।


হিমাচল প্রদেশে যুব মোর্চার সম্মেলন


সংবাদসংস্থা এএনআই-কে ধর্মশালার বিধায়ক জানিয়েছেন, ‘বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), বিজেপি-র অন্যান্য পদাধিকারীরা ও কেন্দ্রীয় মন্ত্রীরা এই সম্মেলনে হাজির থাকবেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও (Jimachal Pradesh Chief Minister Jai Ram Thakur) এই সম্মেলনে থাকবেন। সারা দেশ থেকে ১৩৯ জন প্রতিনিধি হাজির থাকবেন। এই সম্মেলনে ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও উপস্থিত থাকবেন। তাঁর উপস্থিতি দেশের তরুণ প্রজন্মের কাছে এই বার্তা পাঠাবে যে শুধু রাজনীতিই নয়, অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যাওয়া যায়।’


হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন


এ বছরই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি যুব মোর্চার এই সম্মেলন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিমাচল প্রদেশের বিধানসভায় আসন সংখ্যা ৬৮। সংখ্যাগরিষ্ঠতা পেলে গেলে কোনও দল বা জোটকে অন্তত ৩৫টি আসন পেতে হবে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ৪৪টি আসন পেয়েছিল বিজেপি। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২১টি আসন এবং অন্যান্যরা পেয়েছিল তিনটি আসন। হিমাচলে ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। কংগ্রেস সহ অন্যান্য দলগুলিও বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে।


রবিবার বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র দাবি করেন, ‘আমরা ফের সরকার গড়তে চলেছি। হিমাচল প্রদেশের পরিবেশ বিজেপি-র পক্ষে। আমরা উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে জয় পেয়েছি। এর মধ্যে উত্তরপ্রদেশ, গোয়া ও উত্তরাখণ্ডে আমরা ক্ষমতা ধরে রাখতে পেরেছি।’


হিমাচল প্রদেশে বিজেপি-র সঙ্গে মূল লড়াই কংগ্রেসের। তবে আম আদমি পার্টিও এই রাজ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।