নয়াদিল্লি: আফগানিস্তানের কুন্দুজে শিয়া মসজিদে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করল ভারত। এক বিবৃতিতে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কঠিন পরিস্থিতিতে আমরা শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনায় শোকপ্রকাশ করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত দায়বদ্ধ। আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের উপর আরও বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। আমরা আফগানিস্তানের মানুষের পাশে আছি। আশা করি এই সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করা হবে।’


গত শুক্রবার উত্তর-পূর্ব আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। কুন্দুজ প্রদেশের ডেপুটি পুলিশ চিফ দোস্ত মহম্মদ ওবাইদা জানিয়েছেন, ওই মসজিদে সেই সময় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয়েছে।


অগাস্টে মার্কিন সেনা ও ন্যাটোবাহিনী আফগানিস্তান ছাড়ার পর এটাই সবচেয়ে বড় জঙ্গি হামলা। তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর এর আগে কোনও জঙ্গি হামলায় এতজনের মৃত্যু হয়নি। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায়স্বীকার করেছে।


রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজও কুন্দুজে এই জঙ্গি হামলার নিন্দা করেছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিনা বাধায় ধর্মাচরণের অধিকার প্রয়োগ করতে যাওয়া নিরীহ মানুষের উপর জঙ্গি হামলা মানবাধিকার খর্ব করে। এটি আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত আইনেরও বিরোধী। এই জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’


এক বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়নও এই জঙ্গি হামলার নিন্দা করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আইএস-খোরাসান এই জঙ্গি হামলার দায়স্বীকার করেছে। ওদের অবশ্যই সাজা দিতে হবে।’


আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। হাজারা ও শিয়া সম্প্রদায়ের মানুষের উপর নিয়মিত হামলা চালানো হচ্ছে। এই ঘটনা বরদাস্ত করা যায় না। জঙ্গিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।