ভোপাল: রবিবার ছুটি চাই। আর এই আবেদন জানাতে গিয়ে যে কাণ্ড করে বসেছেন এক সরকারি ইঞ্জিনিয়ার, তা জেনে হাসি চাপতে পারছেন না কেউ। এমন সব আজগুবি কথা তিনি লিখেছেন, যা দেখে সবার চোখ কপালে উঠে গিয়েছে। মধ্যপ্রদেশের ওই সরকারি ইঞ্জিনিয়ারের নাম রাজকুমার যাদব। তিনি মধ্যপ্রদেশের আগর মালওয়ার একশো দিনের কাজের প্রকল্পে সার ইঞ্জিনিয়ার। হঠাৎ করেই আগের জন্মের কথা মনে পড়ে গিয়েছে তাঁর! সংবাদসংস্থার খবর অনুযায়ী, ওই ইঞ্জিনিয়ারের দাবি, গত জন্মে আসাউদ্দিন ওয়েসি ছিলেন তাঁর ছোটবেলার বন্ধু নকুল। আর মোহন ভাগবত ছিলেন 'শকুনি মামা’। 


পঞ্চায়েত সিইও-র কাছে পাঠানো ছুটির আবেদনে রাজকুমার লিখেছেন, আমি স্বপ্ন দেখেছি যে, গত জন্মে আসাউদ্দিন ওয়েসি ছিলেন আমার ছোটবেলার বন্ধু নকুল এবং  মোহন ভাগবত ছিলেন 'শকুনি মামা'। 


নিজের আগের জন্ম সম্পর্ক তিনি আরও কিছু জানতে চান। সেজন্য গীতা পাঠ করে জ্ঞান অর্জন করতে চান যে, আগের জন্মে তাঁর সঙ্গে কী ঘটেছিল। ছুটির আবেদনে এমনই লিখেছেন ওই ইঞ্জিনিয়ার। 



তিনি আরও লিখেছেন, আমার আত্ম অহংকারের অবসানের জন্য আমি বাড়িতে বাড়িতে গিয়ে গমের দানা ভিক্ষের মাধ্যমে সংগ্রহ করব। এটা আমার আত্মার প্রশ্ন। আশা করছি, আপনি প্রত্যেক রবিবার অনুগ্রহ করে আমাকে ছুটি দেবেন। 


 সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পঞ্চায়েত সিইও পরাগ পান্থি এই আবেদনের জবাবে ছুটি তো মঞ্জুর করেনইনি, সেইসঙ্গে কাজের মধ্যে থেকে আত্ম অহংকার থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন ওই ইঞ্জিনিয়ারকে। তিনি লিখেছেন,  আপনার প্রতি রবিবারই অফিসে আসা উচিত এবং আত্ম অহং থেকে মুক্ত হতে কঠোর পরিশ্রম করা উচিত।  হাস্যকর ওই চিঠির জবাবে কটাক্ষের সুরেই সিইও বলেছেন, আসলে অহংবোধের কারণেই লোকে রবিবার নিজের ইচ্ছে অনুযায়ী কাটাতে চান লোকজন। এটাই আসলে আত্ম অহংকারের উৎস, যা সমূলে উৎখাত করা উচিত।