নয়াদিল্লি: ইতিমধ্যেই দেশে ৯৫ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। এবার লক্ষ্য ১০০ কোটি ডোজ টিকাকরণ। শীঘ্রই সেটা হয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, ‘আমরা এখনও পর্যন্ত ৯৫ কোটি ডোজেরও বেশি করোনার টিকা দিতে পেরেছি। ১৮ বছরের বেশি বয়সি ৭৩ শতাংশ নাগরিক ইতিমধ্যেই করোনার টিকা পেয়েছেন। করোনার টিকার দ্বিতীয় ডোজও দ্রুততার সঙ্গে দেওয়া হচ্ছে। আগামীদিনে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। আমরা নজির গড়তে চলেছি। এটা আমাদের কাছে গর্বের বিষয়।’


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণ অভিযান পুরোদমে চলছে। ভারত ৯৫ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার কাজ সম্পন্ন করেছে। এবার আমরা ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার দিকে এগিয়ে চলেছি। সবাই দ্রুত ভ্যাকসিন নিন এবং পরিবারের লোকজন ও বন্ধুদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ দিন।’


স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দেশে আগামী কয়েকদিনের মধ্যেই ১০০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ার জন্য ১৯টি রাজ্যকে উদ্যোগ নিতে হবে।  এই রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তীসগঢ়, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ।


এদিকে, উৎসবের মরসুমে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৭৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৭১ হাজার ৬০৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৩৪৭। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ৪৭৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৬৩ জন।