বালাসোর: পরমাণু অস্ত্র বহনযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা সফল হল। আজ ওড়িশার ড. আব্দুল কালাম দ্বীপ থেকে ৫,০০০ কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা সফল হয়েছে। সূত্রের খবর, এই নিয়ে সাতবার দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হল।


এক আধিকারিক জানিয়েছেন, ‘অগ্নি-৫ তিন স্তরের ক্ষেপণাস্ত্র। এটি ১৭ মিটার লম্বা ও ২ মিটার চওড়া। এই ক্ষেপণাস্ত্র দেড় টন পরমাণু অস্ত্র বহন করতে পারে। আজ দুপুরে বঙ্গোপসাগরের ড. আব্দুল কালাম দ্বীপের পরীক্ষাস্থলের ৪ নম্বর লঞ্চপ্যাড থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড ও ডিআরডিও-র বিজ্ঞানীরা যৌথভাবে এই পরীক্ষা চালান। রাডারের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের উপর নজরদারি চালানো হয়।’

ভারতের অস্ত্রভাণ্ডারে ৭০০ কিমি পাল্লার অগ্নি-১, ২,০০০ কিমি পাল্লার অগ্নি-২, ২,৫০০ কিমি পাল্লার অগ্নি-৩ ও ৩,৫০০ কিমি পাল্লার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্র আছে। অগ্নি-৫ উন্নততর ক্ষেপণাস্ত্র।