আগ্রা:  তাজমহল, বিশ্বের সপ্তম আশ্চর্য। প্রতিদিন দেশ এবং বিদেশ মিলিয়ে কয়েক হাজার পর্যটকের আনাগোনা। যমুনার তীরে শ্বেতপাথরের এই প্রেমের স্মৃতিসৌধ চাক্ষুষ করে বেশিরভাগ পর্যটকই বাকরুদ্ধ হয়ে যান। এবার সেই তাজমহলের মূল সমাধিস্থলে ঢুকতে পর্যটকদের খরচ করতে হবে বাড়তি দুশো টাকা।


আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান প্রত্নতত্ত্ববিদ বসন্ত স্বর্নাকর জানিয়েছেন, ভারতীয় পর্যটকদের এখন থেকে মূল সৌধে ঢুকতে দিতে হবে আড়াইশো টাকা, বিদেশী পর্যটকদের খরচ করতে হবে ১৩০০ টাকা। সার্ক অন্তর্ভূক্ত দেশগুলির পর্যটকদের ৫৪০ টাকার বদলে দিতে হবে ৭৪০ টাকা।

এছাড়া চালু হচ্ছে টিকিট কাটার নতুন পরিষেবা। এরফলে টিকিট ঘরে বসা কর্মীদের ওপর থেকে চাপ কিছুটা কমবে। পর্যটকদের মধ্যে যাঁরা ৫০ টাকার টিকিট কিনবেন তাঁরা মূল সৌধে ঢুকতে পারবেন না।