রিপোর্ট, রুটে বেআইনি অস্ত্রপাচার, মাদক ও জাল নোটের কারবার পাকিস্তানিদের, পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বাণিজ্য লেনদেন স্থগিত ভারতের
Web Desk, ABP Ananda | 18 Apr 2019 08:06 PM (IST)
বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, আরও কঠোর নিয়ন্ত্রণ ও তার প্রয়োগের মেকানিজম তৈরি হচ্ছে। বিভিন্ন এজেন্সির সঙ্গে আলোচনা করে তা চালু হওয়ার পরই পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার দুপারের ব্যবসা-বাণিজ্য ফের শুরুর বিষয়টি ভেবে দেখা হবে।
নয়াদিল্লি: শুক্রবার থেকে পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ব্যবসা-বাণিজ্য, লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে প্রকাশ, জম্মু ও কাশ্মীরে সালামাবাদ ও চাক্কান-দা-বাগে নিয়ন্ত্রণ রেখার উভয় পারের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আদানপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট, ওই বাণিজ্য রুটে এ দেশে বেআইনি অস্ত্রপাচার, মাদক ও জাল নোটের কারবার সহ নানা অবৈধ কাজকর্ম চলছে। পাকিস্তানের ঘাঁটি গড়া লোকজন, সংগঠন ওই রুটের অপব্যবহার করছে। এহেন রিপোর্টের ভিত্তিতেই সরকার এমন সিদ্ধান্ত নিল। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, আরও কঠোর নিয়ন্ত্রণ ও তার প্রয়োগের মেকানিজম তৈরি হচ্ছে। বিভিন্ন এজেন্সির সঙ্গে আলোচনা করে তা চালু হওয়ার পরই পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার দুপারের ব্যবসা-বাণিজ্য ফের শুরুর বিষয়টি ভেবে দেখা হবে। বর্তমানে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার দুপারের ব্যবসা-বাণিজ্য চলে দুটি কেন্দ্রে। একটি বারামুলার উরির সালামাবাদে, অপরটি পুঞ্চের চাক্কান-দা-বাগে। সপ্তাহে চারদিন ওই দুজায়গায় লেনদেন হয়। বার্টার সিস্টেম অর্থাত্ পণ্য দেওয়া নেওয়ার ভিত্তিতে লেনদেন হয়। কোনও ডিউটি বা শুল্ক লাগে না। পুলওয়ামা হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে অবনতির পরিপ্রেক্ষিতেই আজ নয়াদিল্লি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বাণিজ্য সম্পর্ক আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নানা কৌশলগত পদক্ষেপ করেছে, ব্যবসা ক্ষেত্রে পাকিস্তানকে দেওয়া সবচেয়ে পছন্দের রাষ্ট্রের (এমএফঅএন) মর্যাদাও প্রত্যাহার করেছে ভারত।