নয়াদিল্লি: সৌদি আরবে প্রায় দু’বছর ধরে থাকা এক ভারতীয় দেশে ফিরতে না পেরে ট্যুইট করে হুমকি দেন, দেশে ফিরতে না পারলে তিনি আত্মহত্যা করবেন। ওই ব্যক্তিকে আত্মহত্যার কথা না ভাবার পরামর্শ দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় দূতাবাস তাঁকে সাহায্য করবে বলেও জানান সুষমা। তিনি অতীতে বহুবার অনেকজনকে সাহায্য করেছেন। এক্ষেত্রেও তাঁর তৎপরতা দেখা গিয়েছে।


ভারতীয় দূতাবাসের আধিকারিকের উদ্দেশ্যে ওই ব্যক্তি ট্যুইট করেন, ‘আমি ১২ মাস ধরে ভারতীয় দূতাবাসের সাহায্য চাইছি। আমার চার সন্তান আছে। আপনি যদি আমাকে ভারতে পাঠাতে পারন, তাহলে বিশাল উপকার হবে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন না আমি আত্মহত্যা করব?’



বিদেশমন্ত্রী পাল্টা ট্যুইট করে বলেন, ‘আত্মহত্যার কথা ভাববেন না। আমরা আপনার পাশে আছি। আমাদের দূতাবাস আপনাকে সাহায্য করবে।’ রিয়াধের ভারতীয় দূতাবাসের কাছ থেকে এ বিষয়ে রিপোর্টও তলব করেন বিদেশমন্ত্রী।

এরপর ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই ব্যক্তিকে ভিসার প্রতিলিপি এবং ফোন নম্বর দিতে বলা হয়। জবাবে তিনি জানান, ভিসার প্রতিলিপি নেই। তবে সৌদি আরবে স্থায়ীভাবে বাস করার অনুমতিপত্র আছে। এছাড়া আর কোনও নথি বা পরিচয়পত্র নেই। ২১ মাস আগে সৌদি আরবে আসার পর তিনি ছুটি পাননি বলেও জানান। বাড়িতে কিছু সমস্যা হওয়ায় তিনি দেশে ফিরতে চাইছেন বলে জানান।