নয়াদিল্লি: ইকনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে কমে ২.১ শতাংশ হওয়ার পূর্বাভাস দিলেও, করোনা ভাইরাসের জেরে বিশ্ব অর্থনীতিতে ধস নামায় জি-২০ গোষ্ঠীভূক্ত দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুত উন্নতিশীল অর্থনীতি হতে পারে ভারত। কারণ, ইআইইউ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলির আর্থিক মন্দা ভারতের চেয়ে অনেক বেশি হতে পারে। জি-২০ গোষ্ঠীভূক্ত দেশগুলির মধ্যে শুধু ভারত, চিন ও ইন্দোনেশিয়াই এ বছর আর্থিক মন্দা এড়াতে পারে। চিন ও ইন্দোনেশিয়ার আর্থিক বৃদ্ধি মাত্র এক শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতালির আর্থিক মন্দা হবে সবচেয়ে বেশি।


ইআইইউ আরও জানিয়েছে, ‘করোনা ভাইরাসের জেরে আমরা বিশ্বের সব দেশেরই আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাসে বদল এনেছি। জি-২০ গোষ্ঠীভূক্ত দেশগুলির মধ্যে তিনটি বাদে বাকি সবাই আর্থিক মন্দার মধ্যে পড়বে। বিশ্ব অর্থনীতির উন্নতির হার দাঁড়াবে মাত্র ২.২ শতাংশ। বিশ্ব অর্থনীতির চিত্র বিবর্ণ। বিশ্বের প্রায় সব উন্নত দেশই আর্থিক মন্দার শিকার হবে। আমাদের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক উন্নতি হতে পারে, তবে মন্দার ঝুঁকি যথেষ্ট। এখনই লকডাউন তুলে নেওয়ার কোনও উপায় দেখা যাচ্ছে না। ফলে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এরই সঙ্গে কম রাজস্ব আদায় এবং জনগণের বিপুল খরচ বিভিন্ন দেশকে দেনার সঙ্কটে ফেলে দেবে।’

ইআইইউ আধিকারিক আগাথে ডেমারাইস জানিয়েছেন, ‘এ বছর মার্কিন অর্থনীতির বৃদ্ধির হার ২.৮ শতাংশ হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অনিশ্চিত। বেকারত্বের হার বেড়েই চলেছে। চিনের অর্থনীতির উপর করোনা ভাইরাসের প্রভাব সার্সের চেয়ে অনেক বেশি পড়বে। ইউরোপে প্রভাব আরও বেশি পড়বে। জার্মানি, ফ্রান্স, ইতালির মতো দেশগুলিতে আর্থিক বৃদ্ধির হার শূন্যের নীচে নেমে যেতে পারে। ব্রাজিল, আর্জেন্তিনা, মেক্সিকোতেও একই ছবি দেখা যেতে পারে।’