নয়াদিল্লি: ২০২৫ সালের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় বাড়িয়ে জিডিপি-র ২.৫ শতাংশ করতে চলেছে ভারত। আজ এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এখন জিডিপি-র ১.৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়। সেটা বাড়িয়ে ২.৫ শতাংশ করবে সরকার। এর অর্থ আট বছরের মধ্যে এক্ষেত্রে ব্যয় ৩৪৫ শতাংশ বৃদ্ধি হচ্ছে। আমরা মানুষের জন্য কাজ করে যাব। মহিলা, শিশু ও যুবসমাজের কথা মাথায় রেখেই সরকারের নীতি, প্রকল্প ও যাবতীয় উদ্যোগ নেওয়া হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রতি বছর একেকটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হচ্ছে। এই প্রকল্প চালু হওয়ার ১০ সপ্তাহের মধ্যে ৫ লক্ষ পরিবারকে বিনামূল্যে ৭০০ কোটি টাকার চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। এই সংখ্যাটা কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান। হাইপার টেনশন, ডায়াবেটিস এবং ব্রেস্ট, সার্ভিক্স ও ওরাল ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দেওয়া হবে।’

নিজের সরকারের কৃতিত্বের কথা বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘মিশন ইন্দ্রধনুষ প্রকল্পের মাধ্যমে গত তিন বছরে ৩২.৮ মিলিয়ন শিশু ও ৮.৪ মিলিয়ন গর্ভবতী মহিলাকে পরিষেবা দেওয়া হয়েছে। টিকার সংখ্যা ৭ থেকে বেড়ে হয়েছে ১২। এই সরকার ২০১৪ সালে যখন ক্ষমতায় আসে, তখন প্রতি বছর সন্তানের জন্ম দেওয়ার পর ৪৪,০০০ মহিলার মৃত্যু হত। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃভ অভিযানে সাফল্য মিলেছে। ২৫ মিলিয়ন শিশুর জন্ম হয়েছে। নবজাতদের যত্ন নেওয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।’