২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর এই প্রথম বড়সড় ধাক্কা খেল বিজেপি। তিনটি বিজেপি-শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। তেলঙ্গানায় ক্ষমতা ধরে রেখেছে টিআরএস। মিজোরামে জিতেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এই ফল বিজেপি-র কাছে যথেষ্ট আশঙ্কার। সেই কারণেই দলীয় সাংসদ-নেতাদের সঙ্গে মোদীর বৈঠকের তাৎপর্য বেড়ে গিয়েছে। সংসদের অধিবেশন চলাকালীন সাধারণত প্রতি সপ্তাহেই বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তবে কালকের বৈঠকে তিনি বিধানসভা নির্বাচনে দলের হার এবং লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে পারেন বলে জানা গিয়েছে।
সাংসদদের সঙ্গে মোদীর বৈঠকের পর জাতীয় স্তরের পদাধিকারী, রাজ্য সংগঠনগুলির সভাপতি এবং সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। সাত ঘণ্টা ধরে এই বৈঠক চলতে পারে বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে খবর, এই বৈঠক পূর্বনির্ধারিত। সংগঠনের বিভিন্ন বিষয়ে দলের নেতাদের কাছ থেকে মতামত চাইবেন বিজেপি সভাপতি।