নয়াদিল্লি: করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ১৫ ডিসেম্বর থেকে ফের শুরু হচ্ছে আন্তর্জাতিক উড়ান। তবে ১৪টি দেশের সঙ্গে ভারতের নিয়মিত বিমান যোগাযোগ আপাতত শুরু হচ্ছে না। এই দেশগুলি হল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে ও সিঙ্গাপুর।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, সারা বিশ্বে বর্তমানে করোনা পরিস্থিতি, বিশেষ করে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ার বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ফের আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪টি দেশের সঙ্গে নিয়মিত বিমান যোগাযোগ চালু না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও, যে দেশগুলির সঙ্গে ভারতের এয়ার বাবল ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থা চালু থাকবে।
গতকালই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গিয়েছে। আশঙ্কা বাড়িয়ে দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা ও হংকংয়ে মিলেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট। ভাইরোলজির পরিভাষায় যার নাম B.1.1.529। ৩০ বারেরও বেশি স্পাইক প্রোটিন বদলে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তিনটি দেশে আক্রান্তের সংখ্যাবৃদ্ধির খবর পাওয়ার পরেই আজ বিশেষ বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও করোনাভাইরাসের এই নতুন প্রজাতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কেরখোভ।
এর প্রেক্ষিতে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে কেন্দ্র। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা ও হংকং, এই তিনটি দেশকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে সেখান থেকে আসা যাত্রীদের ওপর নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা-সহ আফ্রিকার ৬টি দেশে উড়ান পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে ব্রিটেন।
করোনাভাইরাসের প্রথম ঢেউ আছড়ে পড়ার পর বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর জন্য চালু করা হয় ‘বন্দে ভারত’ উড়ান। এরপর কয়েকটি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি হয়। বিভিন্ন দেশে করোনা সংক্রমণ কিছুটা কমায় কয়েকদিন আগেই ফের আন্তর্জাতিক উড়ান চালু করার ইচ্ছাপ্রকাশ করেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তারপর আজই আন্তর্জাতিক উড়ান চালু করার কথা জানানো হল।