নয়াদিল্লি: ফের সন্ত্রাসবাদী হামলা হলে তার জবাব দেওয়ার জন্য ভারতের কাছে ‘সব ধরনের বিকল্প’ই খোলা রয়েছে। আধিকারিক সূত্রে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংসের জন্য পাকিস্তান যাতে যথাযথ ব্যবস্থা নেয়, সে বিষয়ে সরকারের অবস্থান একই রয়েছে।
সূত্রের খবর, আকাশ পথে পাল্টা হামলার সময় পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান ব্যবহার নিয়ে তথ্যপ্রমাণ আমেরিকাকে দিয়েছে ভারত। আমেরিকা বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে আশাবাদী ভারত।
সূত্রের খবর, বালাকোট প্রত্যাঘাতের পর সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানেক ওপর সর্বোচ্চ চাপ তৈরির চেষ্টা চালাচ্ছে ভারত। মধ্যস্থতার আর্জি নিয়ে পাকিস্তান সব দেশের দ্বারস্থ হয়েছে। কিন্তু এ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে একটা বৃহত্তর বোঝাপড়া রয়েছে এবং ভারত আন্তর্জাতিক মহলকে বলেছে, এটা ভারত-পাক নয়, একান্তই সন্ত্রাসবাদজনিত সমস্যা।
জইশ-ই-মহম্মদের পান্ডা মাসুদ আজহার রাষ্ট্রপুঞ্জ কর্তৃক নিষিদ্ধ হলে পাকিস্তান আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে। কারণ, পাক বিদেশমন্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী, সেদেশেই রয়েছে মাসুদ।
সূত্রের খবর, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশের সবচেয়ে বড় ঘাঁটিতে আকাশপথে প্রত্যাঘাতের পর সোমবার ওয়েস্টার্ন সেক্টরের সমস্ত ঘাঁটিগুলিকেই সর্বোচ্চ পর্যায়ের সতর্কতায় রেখেছে।
ভারতের প্রত্যাঘাতের পাল্টা জবাব দেওযার ব্যর্থ চেষ্টা করেছিল পাকিস্তান। গত ২৭ ফেব্রুয়ারি কাশ্মীরে একাধিক সামরিক ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করলেও তারা সফল হতে পারেনি।
'ফের সন্ত্রাসবাদী হামলা হলে ভারতের কাছে সমস্ত রাস্তাই খোলা আছে'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2019 04:58 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -