মুম্বই: যুদ্ধ চলুক। কিন্তু তা চলুক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কোনও দেশ বা ধর্মের বিরুদ্ধে নয়। পৃথিবীতে এখন মেরুকরণ স্পষ্ট, কাউকে কোনও কিছুতে দাগিয়ে দেওয়া মারাত্মক হতে পারে। এমনটাই মনে করেন অভিনেতা জন আব্রাহাম।


জন কথা বলছিলেন পুলওয়ামা সন্ত্রাসের পর ভারত-পাকিস্তান টানাপোড়েন নিয়ে। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই জরুরি কিন্তু তা কোনও দেশ, ধর্ম, একাধিক ধর্ম বা বিভিন্ন ধর্মের মধ্যে হওয়া উচিত নয়। তাঁর মতামত এ ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট। এই মতের জন্য তাঁর নিন্দা হতে পারে কিন্তু তিনি দর্শক কী পছন্দ করবেন আর কোনটা করবেন না, সেই ভেবে কথাবার্তা বলতে পারবেন না।

জাতীয় স্বার্থজড়িত ইস্যুতেও কোনও মতামত না দেওয়ার জন্য গতকালই কঙ্গনা রানাওয়াত সমালোচনা করেন রণবীর কপূর ও আলিয়া ভট্টের। তা নিয়ে প্রশ্ন করা হলে জন বলেন, যদি অভিনেতা অভিনেত্রীরা দেশ ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হন, তাহলেই একমাত্র তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করা উচিত, শুধু লোকের নজর কাড়ার জন্য তা করা কখনওই উচিত নয়। কঙ্গনা রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল, তাঁর নিজস্ব মতামত আছে। যদি এ বিষয়ে জ্ঞান থাকে, তবেই মুখ খোলা উচিত, নচেৎ নয়।

একইসঙ্গে তাঁর বক্তব্য, নির্বোধ হওয়া কখনওই উচিত নয়। কোন দেশ কোথায় আছে সেটুকু অন্তত জানা উচিত। বিহারই হোক বা সিরিয়া- কোথায় কী ঘটছে যদি না জানা থাকে, তবে মুখ না খোলাই ভাল। হেসে এড়িয়েযান, নিজের কাজের ব্যাপারে কথা বলুন। অন্য কথা নয়।

জনের আগামী ছবি রোমিও আকবর ওয়াল্টার সংক্ষেপে র। তিনি ছাড়া ছবিতে রয়েছেন মৌনী রায়, জ্যাকি শ্রফ ও সিকান্দর খের। ৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তিনি জানিয়েছেন, এই ছবিটি জাতীয়তাবাদে মাখামাখি কোনও যুদ্ধ যুদ্ধ ছবি নয়, যুদ্ধের দামামা বাজানো ছবি থেকে দূরে থাকতে চান তিনি। দেশপ্রেমের ছবি অবশ্যই করতে চান কিন্তু তা যেন যুদ্ধপন্থী না হয়। তিনি কোনও দেশ বা ধর্ম বিরোধী নন, জন আবার জানিয়েছেন।