নয়াদিল্লি: জল্পনার অবসান। অরবিন্দ কেজরিবালের আমআদমি পার্টির (আপ) সঙ্গে লোকসভা ভোটে দিল্লিতে আসনরফা হচ্ছে না কংগ্রেসের। এ ব্যাপারে দলে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটি প্রধান শীলা দীক্ষিত। তিনি বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দলের দিল্লির নেতাদের বৈঠকেই ঠিক হয়েছে যে, আপের সঙ্গে রাজধানীতে কোনও জোট হবে না।
শীলার আজকের ঘোষণায় রাজনৈতিক মহলে গত বেশ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা জল্পনার ইতি হল। আপ, কংগ্রেস পরস্পরের হাত ধরতে পারে বলে আলোচনা চলছিল। খোদ আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল বিজেপিকে হারাতে এই জোটের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছিলেন। কংগ্রেস সূত্রে খবর, রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে হাজির সামনের সারির নেতারা বলেছেন, আপ আসনরফার যে সূত্র দিয়েছে, তা মানতে সমস্যা আছে। এক নেতা বলেন, আমরা জাতীয় দল। নিজেরা দিল্লিতে ভোট জেতার ক্ষমতা রাখি। কেন আমরা মাত্র একটা-দুটো আসনে লড়ব?
পাল্টা কংগ্রেসকে নিশানা করে কেজরিবালের কটাক্ষ, কংগ্রেস ও বিজেপির গোপন রফা হয়েছে বলে জোর জল্পনা চলছে। কংগ্রেস তাঁদের সঙ্গে জোট করতে রাজি না হওয়ায় ক্ষোভ উগরে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্য, দিল্লি কংগ্রেস-বিজেপি অশুভ আঁতাতের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। মানুষই ওদের পরাস্ত করবেন।
প্রসঙ্গত, আপ আগেই দিল্লির সাতটি লোকসভা আসনের একটি বাদে বাকি ৬টিতেই প্রার্থীতালিকা প্রকাশ করেছে। রবিবার আপের এক নেতা অবশ্য জানান, গুরুত্ব দিয়ে চেষ্টা করা হলে কংগ্রেসের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনা ফের শুরুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, তাঁরা কংগ্রেসের সঙ্গে বিস্তারিত আলোচনা চান। কংগ্রেসের গা ছাড়া মনোভাবে বিরক্ত হয়েই প্রার্থীতালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছি আমরা।
এই প্রেক্ষাপটেই মঙ্গলবার লোকসভা নির্বাচনে দলীয় কৌশল স্থির করতে বৈঠক ডাকেন রাহুল।
কেজরিবাল অনেকদিন ধরেই দিল্লিতে আপ-কংগ্রেস আসনরফার পক্ষে সওয়াল করছেন। সম্প্রতি তিনি অনুযোগ করেন, তাঁরা জোটের জন্য বোঝানোর চেষ্টা করলেও কংগ্রেস তাতে রাজি হচ্ছে না। কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হলে বিজেপি দিল্লির সাতটি আসনেই হারবে বিজেপি।
রাহুল-দিল্লি নেতৃত্ব বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত, আপের সঙ্গে লোকসভা ভোটে রফা হচ্ছে না কংগ্রেসের, জানালেন শীলা দীক্ষিত, ওদের সঙ্গে গোপন রফা হয়েছে বিজেপির, পাল্টা কেজরিবাল
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2019 03:46 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -