নয়াদিল্লি: টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর ভারতে ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠছে বিকল্প দেশীয় অ্যাপগুলি। এরকমই একটি অ্যাপ হল ‘চিঙ্গারি’। টিকটকের বিকল্প হিসেবে এই জনপ্রিয় অ্যাপটি গত ২২ দিনে প্লে স্টোর থেকে এক কোটিরও বেশি ডাউনলোড হয়েছে। ৯৩ হাজারেরও বেশি ব্যবহারকারী এই অ্যাপ রিভিউ করেছেন এবং বর্তমান রেটিং ৪.১। গত মাসে এই অ্যাপ ব্যবহার করতেন মাত্র পাঁচ লক্ষ মানুষ। এক মাসের মধ্যেই ডাউনলোডের পরিমাণ বহু গুণ বেড়ে গিয়েছে।
চিঙ্গারির অন্যতম প্রতিষ্ঠাতা ও চিফ অফ প্রোডাক্ট সুমিত ঘোষ জানিয়েছেন, ‘গত তিন সপ্তাহ ধরে আমাদের বিপুল উন্নতি হচ্ছে। কেন্দ্রীয় সরকার ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পর আমাদের অ্যাপ ডাউনলোডের পরিমাণ বেড়েছে। এখন ডাউনলোডের পরিমাণ ১.১ কোটি ছাড়িয়ে গিয়েছে। রোজ আমাদের প্ল্যাটফর্মে ব্যবহারকারীর সংখ্যা ৭০ লক্ষ।’
সুমিত আরও জানিয়েছেন, ‘এখন আমাদের কর্মী সংখ্যা খুবই কম। মাত্র ২০ জন কাজ করছে। তবে আমাদের অ্যাপ ডাউনলোডের পরিমাণ যেভাবে বেড়ে চলেছে, তাতে আমাদের আরও অনেক বেশি বিনিয়োগ করতে হবে। কাজকর্মেও গতি আনতে হবে।’
সম্প্রতি ফ্রান্সের সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষক রবার্ট ব্যাপটিস্টে দাবি করেছেন, ‘চিঙ্গারি’ অ্যাপে ম্যালওয়্যার আছে। এই অ্যাপে নিরাপত্তার সঙ্গে আপস করা হয়েছে। সুমিত জানিয়েছেন, তাঁরা শীঘ্রই এই সমস্যা মিটিয়ে ফেলবেন।
কিছুদিন আগে টিকটকের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে ভারতীয় অ্যাপ 'মিত্রোঁ'। তবে এই অ্যাপ নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়। এখন আবার এই অ্যাপটিও ফের বিপুল পরিমাণে ডাউনলোড করা হচ্ছে বলে জানা গিয়েছে।
টিকটকের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ভারতীয় অ্যাপগুলি, প্লে স্টোর থেকে ডাউনলোড হল এক কোটিরও বেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2020 02:46 PM (IST)
৯৩ হাজারেরও বেশি ব্যবহারকারী এই অ্যাপ রিভিউ করেছেন এবং বর্তমান রেটিং ৪.১।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -