নয়াদিল্লি: ভারতের আর্থিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করল ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড ওরফে আইএমএফ। আইএমএফ বলছে, ভারতের আর্থিক বৃদ্ধির হার অত্যন্ত কম। কর্পোরেট ও পরিবেশ সংক্রান্ত নানা নিয়মনীতির ফাঁস ও ব্যাঙ্কিং ব্যবস্থার বাইরে থাকা আর্থিক সংস্থাগুলির দুর্বলতার জেরে দেশের আর্থিক বৃদ্ধির ওপর খারাপ প্রভাব পড়েছে।

তবে আইএমএফ বলেছে, এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেলেও ভারত বহু এগিয়ে আছে চিনের থেকে, এত কিছুর মধ্যেও ভারতই বিশ্বের সব থেকে দ্রুত এগিয়ে চলা অর্থব্যবস্থা।

দেশের জিডিপি ২০১৯-২০ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে কমে ৫ শতাংশ হয়েছে। এই হার গত ৬ বছরের বেশি সময়ের মধ্যে সবথেকে কম। নির্মাণ শিল্প ও কৃষি উৎপাদনে মন্দার জেরে জিডিপি-র ওপর প্রভাব পড়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।