পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং হোম গার্ডস দল এখনও পর্যন্ত ১১ দেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে রয়েছে এক তরুণ ও এক শিশু।
নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।