নয়াদিল্লি: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে গণেশ বিসর্জনের সময় বড়সড় দুর্ঘটনা। শুক্রবার ভোরে খাটবাপুরা ঘাটে নৌকাডুবি। নৌকাটিতে করে গণেশ প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাডুবিতে প্রায় ১৮ জন জলে ডুবে যান। ভোর সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পুলিশ ১১ টি দেহ উদ্ধার করেছে। আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। চারজন এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং হোম গার্ডস দল এখনও পর্যন্ত ১১ দেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে রয়েছে এক তরুণ ও এক শিশু।
নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।




রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  জানিয়েছেন মুখ্যমন্ত্রী।