ফের কাশ্মীরে সেনা হত্যা, ইদের ছুটিতে বাড়ি যাওয়া জওয়ানকে গুলি করে মারল জঙ্গিরা
ABP Ananda, Web Desk | 07 Jun 2019 09:58 AM (IST)
বেগের বাড়ি অনন্তনাগের সাঙ্গুরা গ্রামে। ইদের জন্য ১২ দিনের ছুটি পেয়ে বাড়ি যান তিনি, সঙ্গে অস্ত্র ছিল না।
অনন্তনাগ: দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ইদের ছুটি কাটাতে বাড়ি যাওয়া এক সেনা জওয়ানকে গুলি করে খুন করল জঙ্গিরা। মৃতের নাম মঞ্জুর আহমেদ বেগ, তিনি টেরিটরিয়াল আর্মিতে কর্মরত ছিলেন। হামলার সময় নিরস্ত্র ছিলেন তিনি। বেগের বাড়ি অনন্তনাগের সাঙ্গুরা গ্রামে। ইদের জন্য ১২ দিনের ছুটি পেয়ে বাড়ি যান তিনি, সঙ্গে অস্ত্র ছিল না। গতকাল কয়েকজন অপরিচিত লোক আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়ি ঢুকে পড়ে, তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় তারা। জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঞ্জুর আহমেদ বেগ রাষ্ট্রীয় রাইফেলসের ৩৪ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন। সোপিয়ান জেলায় মোতায়েন ছিলেন তিনি। তাঁর স্ত্রী ও ৩ সন্তান রয়েছেন। তাঁর খুনের খবর পাওয়ার পরই সেনা এলাকায় তল্লাশি অভিযানে নেমেছে। কাশ্মীরে এভাবে সেনাহত্যা নতুন কিছু নয়। এপ্রিলে জঙ্গিরা এভাবেই ছুটি কাটাতে বাড়ি আসা, মহম্মদ রফি ইয়াতু নামে এক সেনাকর্মীকে গুলি করে হত্যা করে। গত বছর ইদেও ঔরঙ্গজেব নামে এক জওয়ানকে অপহরণ করে খুন করে জঙ্গিরা। ১৮ মে সেনা সেই জঙ্গিদের গুলি করে মারে। এদিকে পুলওয়ামায় ২ জন স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও নিখোঁজ হয়েছেন। গতকাল পুলিশ লাইনে এসে রিপোর্ট জমা দেননি তাঁরা। স্পষ্ট কিছু জানা যায়নি, তবে এসপিও সহ নিরাপত্তা কর্মীদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়া নতুন কিছু নয়। পুলিশ তাঁদের সন্ধান করছে।