নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে সংক্রমণ শিখর স্পর্শ করবে বলে জানালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এর ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়া।


শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “ভারতে এখনও করোনা ভাইরাসের শিখর আসেনি। আগামী ২-৩ মাসের মধ্যে তা আসতে পারে। আমরা আশা করতে পারি অগাস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে শিখর দেখতে পাব। তারপরেই সংক্রমণ কমতে থাকবে।” সংক্রমণ ছড়ালেও কোথাও গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি বলেই জানিয়েছেন ডক্টর গুলেরিয়া। তিনি বলেন, “দেশজুড়ে গোষ্ঠী সংক্রমণ ছড়ায়নি। কারণ তাহলে গোটা দেশের সব রাজ্যে সমানভাবে আক্রান্ত দেখা যেত। কিন্তু এখানে তা হয়েছে ক্লাস্টার অনুযায়ী। কয়েকটি রাজ্যেই আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। তবে হটস্পট এলাকাতে গোষ্ঠী সংক্রমণ ছড়াতে পারে।”

ভারতে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎই সংক্রমণ বেড়েছে। মাত্র ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আগের দিনের রেকর্ড ভেঙে দিচ্ছে। সেইসঙ্গে বাড়ছে মৃত্যুও।