নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৬৭.৬২ শতাংশ। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২.০৭ শতাংশ করোনা আক্রান্তের। আজ এই তথ্য জানাল স্বাস্থ্যমন্ত্রক।

এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মোট ১৩,২৮,৩৩৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৪৬,১২১ জনকে। এর ফলে এখন চিকিৎসাধীন করোনা আক্রান্তদের সঙ্গে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের পার্থক্য হয়েছে ৭,৩২,৮৩৫।’

অন্যদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৬,২৮২ জন। মৃত্যু হয়েছে ৯০৪ জনের। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৬৪,৫৩৭। মৃত্যু হয়েছে মোট ৪০,৬৯৯ জনের।