৪২ বছর বয়সি এই ব্যক্তি জানিয়েছেন, ‘২০০৬ সালে আমি একদিন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশন থেকে পানভেল যাওয়ার লোকাল ট্রেনে উঠি। বাশির কাছে আমি খেয়াল করি, মানিব্যাগ চুরি হয়েছে। এরপর আমি বাশি জিআরপি-তে অভিযোগ দায়ের করি। প্রথমদিকে বারবার খোঁজ নিতাম। পুলিশকর্মীদের জিজ্ঞাসা করতাম, আমার মানিব্যাগ পাওয়া গিয়েছে কি না। কিন্তু কিছুদিন পরে সদুত্তর না পেয়ে খোঁজ নেওয়া ছেড়ে দিই। এ বছরের এপ্রিলে বাশি জিআরপি থেকে ফোন পেয়ে অবাক হয়ে যাই। কিন্তু লকডাউনের জন্য এতদিন থানায় যেতে পারিনি। গত সপ্তাহে সেখানে যাই। একজন আধিকারিক আমাকে বলেন, জিআরপি আমার মানিব্যাগ উদ্ধার করেছে। কিন্তু তার মধ্যে যে ৫০০ টাকার নোট আছে, সেটি এখন আর বৈধ টাকা নয়। ফলে সেটি আমাকে দেওয়া যাবে না।’
বাশি জিআরপি-র এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা বাতিল হয়ে যাওয়া ৫০০ টাকার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কে চিঠি দিয়েছেন। কিন্তু এখনও জবাব আসেনি। এর আগেও চুরি যাওয়া বেশ কয়েকটি ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক কোনও জবাব না দেওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু করা যাচ্ছে না।