শ্রীহরিকোটা: গত সোমবার যান্ত্রিক ত্রুটির জন্য শেষমুহূর্তে উৎক্ষেপণ স্থগিত রাখতে হলেও, আজ সফলভাবে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-২। এই সাফল্যে উচ্ছ্বসিত ইসরো চেয়ারম্যান কে শিবান। তিনি বলেছেন, ‘যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগামী দেড় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের অবতরণের পর প্রথম ১৫ মিনিট আমরা আতঙ্কে থাকব। অবতরণ যাতে নিরাপদে হয়, সেটা নিশ্চিত করতে হবে। শুধু ইসরো ও ভারতই নয়, সারা বিশ্ব এই অভিযানের সাফল্যের দিকে তাকিয়ে।’
গত সপ্তাহে উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে চন্দ্রযান-২-এ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে এক সপ্তাহের মধ্যেই যান্ত্রিক ত্রুটি সারিয়ে আজ দুপুর ২.৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশযান। উৎক্ষেপণের ১৬ মিনিট পরে কক্ষপথে স্থাপন করা হয় এই মহাকাশযানটিকে।
রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের বুকে মহাকাশযান অবতরণ করাতে চলেছে ভারত। উৎক্ষেপণ সফল হওয়ায় ইসরোর আধিকারিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তাঁরা এখন পরবর্তী লক্ষ্যের জন্য তৈরি হচ্ছেন। এর আগে কোনও দেশের মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। ভারতই প্রথম দেশ হিসেবে এই সাফল্য পেতে চলেছে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর বিভিন্ন পরীক্ষা চালাবে চন্দ্রযান-২।
আমরা যান্ত্রিক সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি, আগামী দেড় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলছেন ইসরো চেয়ারম্যান
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2019 06:25 PM (IST)
গত সপ্তাহে উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে চন্দ্রযান-২-এ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -