নয়াদিল্লি: আজ দ্বিতীয় মোদি সরকারের প্রথম ৫০ দিনের রিপোর্ট কার্ড পেশ করা হল। এই রিপোর্ট কার্ড পেশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁর দাবি, দ্রুততা ও দক্ষতার সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে চলেছে সরকার। অতীতের চেয়ে দ্বিতীয় মোদি সরকারের প্রথম ৫০ দিনে কাজ, সংস্কার ও ন্যায়বিচারের গতি বেড়েছে। কৃষক, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মহীন যুবক ও মধ্যবিত্ত সহ সমাজের সব অংশের মানুষের জন্য কাজ করছে সরকার। এর ফলে দেশ আশ্বস্ত।
গত ৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মোদি। তাঁর সরকারের অন্যতম প্রতিশ্রুতি ভারতের অর্থনীতিকে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারে নিয়ে যাওয়া। এ বিষয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন জাভড়েকর। তাঁর আরও দাবি, ‘সড়ক, রেল, বন্দর, বিমানবন্দর এবং অন্যান্য পরিকাঠামোর ক্ষেত্রে ১০০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। জল শক্তি মন্ত্রক গঠনের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে দেশের সব বাড়িতে জল সরবরাহের লক্ষ্য পূরণ করা হবে। আমরা দ্রুত ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিশ্রুতি পালন করছি। আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব বাড়ছে।’
জাভড়েকর আরও বলেছেন, ‘আগামী পাঁচ বছরে সারা বিশ্ব থেকে বিনিয়োগ আসবে। প্রথম ৫০ দিনেই এত কাজ করা হয়েছে, দেশের সব অংশের মানুষ আশ্বস্ত হয়েছেন। প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত হয়েছে। বিনিয়োগ বেড়েছে, সম্পদের ক্ষেত্রে উন্নতি হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রেও দ্বিতীয় মোদি সরকারের প্রথম ৫০ দিনে উল্লেখযোগ্য কাজ হয়েছে।’
৫ লক্ষ কোটি ডলার অর্থনীতির স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ চলছে, ৫০ দিনের রিপোর্ট কার্ড পেশ করে দাবি জাভড়েকরের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2019 03:48 PM (IST)
কৃষক, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কর্মহীন যুবক ও মধ্যবিত্ত সহ সমাজের সব অংশের মানুষের জন্য কাজ করছে সরকার। এর ফলে দেশ আশ্বস্ত, দাবি জাভড়েকরের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -