নয়াদিল্লি: এ বছরই করোনা ভাইরাস মোকাবিলায় সম্ভাব্য ভ্যাকসিনের ৬ কোটি ডোজ তৈরি করার পরিকল্পনা করছে ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউট। এই সংস্থাটিই বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে যে ভ্যাকসিন তৈরি করা হয়েছে, সেটিই অনেক বেশি পরিমাণে তৈরি করছে সেরাম।


গত সপ্তাহ থেকে ব্রিটেনে মানুষের উপর ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে। তবে এই ভ্যাকসিনের কোনও ফল পাওয়া যাচ্ছে কি না, সেটা এখনও জানা যায়নি। কিন্তু প্রাণীদের উপর এই ভ্যাকসিন প্রয়োগের সুফল পাওয়া গিয়েছে। সে কথা মাথায় রেখেই এই ভ্যাকসিন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেরামের চিফ এগজিকিউটিভ আদর পুনাওয়ালা। তিনি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা অত্যন্ত দক্ষ। সেই কারণেই আমরা এই ভ্যাকসিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের সংস্থা বেসরকারি, তাই ব্যাঙ্ক বা বিনিয়োগকারীদের কাছে দায়বদ্ধতা নেই। সেই কারণে আমি একটু ঝুঁকি নিতে পারি।’

সারা বিশ্বে অন্তত ১০০টি আলাদা ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়া ভ্যাকসিনের পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলে এটিই সফল হবে, এমনই মনে করেন পুনাওয়ালা। তিনি আরও জানিয়েছেন, এই ভ্যাকসিনের পরীক্ষা সফল হলে আগামী বছর ৪০ কোটি ডোজ তৈরি করবেন। বিদেশে পাঠানোর আগে দেশের মানুষকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে।