নয়াদিল্লি :দাম্পত্য সম্পর্ক তলানিতে। এই যুক্তি দেখিয়ে শিনা বোরা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্যায় স্বামী পিটার মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন। আদালতে এই বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হল।
শিনা বোরা হত্যা মামলায় সহ অভিযুক্ত পিটার ইন্দ্রানীর কাছ থেকে সহমতির ভিত্তি বিবাহবিচ্ছেদের নোটিশ পেয়েছেন। উল্লেখ্য, ইন্দ্রানী ও পিটার-দুজনেই জেলে বন্দি রয়েছেন।
আর্থিক বিষয়ের সৌহার্দ্যপূর্ণ সমঝোতার লক্ষ্যে এই নোটিশ গত ২৫ এপ্রিল পিটারকে পাঠানো হয়েছিল।
জানা গেছে, আর্থিক বিষয় ও স্থাবর সম্পত্তি নিয়ে উভয়ে সহমতে পৌঁছেছেন। আর এই সহমতির বিষয়টি তাঁরা একে অপরকে তাঁদের আইনজীবী মারফত জানিয়ে দিয়েছেন।



পিটার ও ইন্দ্রানীকে বাইকুল্লা ও আর্থার রোড জেল থেকে পারিবারিক আদালতে নিয়ে আসা হবে। সেখানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হবে।
২০০২-এ দুজনের বিয়ে হয়। ইন্দ্রানীর মেয়ে শিনার বোরার হত্যার ঘটনায় ২০১৫-তে গ্রেফতার হওয়ার পর দুজনের সম্পর্কে সমস্যা শুরু হয়।