ফেসবুকে ইনফোসিসের ছাঁটাই হওয়া ওই কর্মী লেখেন, ‘আসুন, সবাই হাতে হাত মেলাই। প্রকাশ্যে মুখ না ঢেকে হেঁচে সংক্রমণ ছড়াই।’ একজন সফটঅ্যয়ার ইঞ্জিনিয়ারের এই পোস্ট দেখে বিতর্ক শুরু হওয়ার পর ইনফোসিসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘ইনফোসিসের একজন কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তদন্ত শেষ হয়েছে। আমাদের বিশ্বাস, এক্ষেত্রে পরিচয় নিয়ে কোনও সংশয় নেই। ওই কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট ইনফোসিসের আচরণবিধির বিরোধী। এটা আমাদের দায়িত্ববান সামাজিক আচরণেরও বিরোধী। ইনফোসিস এই ধরনের আচরণ বরদাস্ত করে না। ওই কর্মীকে ছাঁটাই করা হয়েছে।’