এই ভিডিওটি রাজস্থানের ভিলওয়ারার বলে জানানো হচ্ছে। সেখানে করোনাভাইরাস আক্রান্তদের শুশ্রুষার জন্য চিকিত্সকদের একটি দল গঠন করা হয়েছে। জানা গেছে, ওই চিকিত্সকদের ভিডিও একসঙ্গে গলা মিলিয়ে ‘ছোড়ো কল কি বাতেঁ, কল কি বাত পুরানি’ গান গাইতে দেখা গিয়েছে। চিকিত্সকদের এই সুরেলা গানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে দেওয়ালে।
আসলে এই কঠিন সময়ে এমন প্রাণখোলা সুর এক ঝলক টাটকা বাতাসের মতো।