করোনা-আক্রান্তদের চিকিত্সার ফাঁকেই ডাক্তারদের গান, ‘ছোড়ো কল কি বাতেঁ’, ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Mar 2020 12:16 PM (IST)
দিন-রাত এক করে চিকিত্সকরা আক্রান্তদের চিকিত্সা করছেন। শুধু চিকিত্সাই নয়, রোগীদের মনোবলও বাড়াচ্ছেন তাঁরা
নয়াদিল্লি: করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়ছে সারা বিশ্ব। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা চিকিত্সক ও চিকিত্সা কর্মীদেরর।দিন-রাত এক করে তাঁরা আক্রান্তদের চিকিত্সা করছেন। শুধু চিকিত্সাই নয়, রোগীদের মনোবলও বাড়াচ্ছেন তাঁরা। এরইমধ্যে করোনাভাইরাস আক্রান্তদের চিকিত্সায় নিযুক্ত একদল চিকিত্সকের একটি ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওটি রাজস্থানের ভিলওয়ারার বলে জানানো হচ্ছে। সেখানে করোনাভাইরাস আক্রান্তদের শুশ্রুষার জন্য চিকিত্সকদের একটি দল গঠন করা হয়েছে। জানা গেছে, ওই চিকিত্সকদের ভিডিও একসঙ্গে গলা মিলিয়ে ‘ছোড়ো কল কি বাতেঁ, কল কি বাত পুরানি’ গান গাইতে দেখা গিয়েছে। চিকিত্সকদের এই সুরেলা গানের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে দেওয়ালে। আসলে এই কঠিন সময়ে এমন প্রাণখোলা সুর এক ঝলক টাটকা বাতাসের মতো।