পুণে: দক্ষিণ ভারতে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা প্রকাশ করল সেনাবাহিনী। সোমবার পুণের কাছে এক অনুষ্ঠানে সেনার সাউদার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল এস কে সাইনি তাঁদের কাছে এ ব্যাপারে ইনপুট এসেছে বলে জানিয়েছেন। স্যর ক্রিক এলাকায় কয়েকটি পরিত্যক্ত নৌকো উদ্ধার হওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, দক্ষিণ ভারত ও উপদ্বীপ এলাকায় সন্ত্রাসবাদী হামলা চালানো হতে পারে বলে বেশ কিছু ইনপুট পেয়েছি আমরা। জঙ্গি নাশকতার ক্রমবর্ধমান আশঙ্কার পরিপ্রেক্ষিতে স্যর ক্রিক এলাকায় সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন সাইনি। বলেছেন, সন্ত্রাসবাদী নাশকতার বিপদের কথা মাথায় রেখে আমরা এই অঞ্চলে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নিয়েছি। দেশের স্বার্থবিরোধী শক্তিগুলি বা সন্ত্রাসবাদীদের প্ল্যান যাতে ব্যর্থ হয়, তা সুনিশ্চিত করতে আগাম সাবধানমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের যে কোনও সংঘাতে বাইরে, ভিতরে প্রতিক্রিয়া হয়। জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে বাইরের প্রতিক্রিয়া ঘরোয়া প্রতিক্রিয়ার চেয়ে অনেক প্রবল। আমাদের স্পষ্ট নীতি আছে যার ভিত্তিতে আমরা নানা অভ্যুত্থানের মোকাবিলা করছি। সরকার প্রতিটি বিবাদ-সংঘাতের সার্বিক বিশ্লেষণের মাধ্যমে সমাধানের লক্ষ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক ব্যবস্থা নেয়। সেনার কাজ হল সরকারের এহেন প্রয়াসের অনুকূল পরিস্থিতি তৈরি করা। এই মুহূর্তে সরকার জম্মু ও কাশ্মীরে যে কোনও চ্যালেঞ্জ, পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।
সাম্প্রতিক অতীতে পরমাণু অস্ত্রের ব্যবহার সহ নানা ইস্যুতে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব যেসব কথা বলেছেন, সে ব্যাপারে প্রশ্নের উত্তরে সেনার কম্যান্ডার বলেন, হুমকি, হুঁশিয়ারির চাপে আমাদের কাজের ধরন বদলায় না, যে কোনও পরিস্থিতির জন্য আমরা তৈরি।