এরপর বাড়িতেই অক্সিজেন, নেবুলাইজেশন, চেস্ট ফিজিওথেরাপি-সহ অন্যান্য চিকিত্সা চলবে। দেওয়া হবে অ্যান্টিবায়োটিক।
শারীরিক অবস্থার উন্নতি, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Sep 2019 03:45 PM (IST)
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা নিয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি। আজ মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে হিমোগ্লোবিন, সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে, রক্তচাপও স্বাভাবিক।
NEXT
PREV
কলকাতা: শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছুটি পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা নিয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন তিনি। আজ মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে হিমোগ্লোবিন, সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে, রক্তচাপও স্বাভাবিক। সূত্রের খবর, বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শারীরিক অবস্থা খতিয়ে দেখার পর তাঁর সেই ইচ্ছেকে মর্যাদা দেন চিকিৎসকরা। বাড়ি ফেরার জন্য হাসপাতালের সবুজ সঙ্কেত পান প্রাক্তন মুখ্যমন্ত্রী। দুপুর সাড়ে তিনটে নাগাদ অ্যাম্বুলেন্সে উডল্যান্ডস হাসপাতাল থেকে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।
এরপর বাড়িতেই অক্সিজেন, নেবুলাইজেশন, চেস্ট ফিজিওথেরাপি-সহ অন্যান্য চিকিত্সা চলবে। দেওয়া হবে অ্যান্টিবায়োটিক।
এরপর বাড়িতেই অক্সিজেন, নেবুলাইজেশন, চেস্ট ফিজিওথেরাপি-সহ অন্যান্য চিকিত্সা চলবে। দেওয়া হবে অ্যান্টিবায়োটিক।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -