গত বছর তেলঙ্গানার জনগাঁও জেলার বচন্নাপেট মণ্ডলের কোন্নি গ্রামে নিজের বাড়িতে ট্রাম্পের ৬ ফুট উচ্চতার মূর্তি গড়েন বুশা। তিনি ট্রাম্পের পুজো শুরু করেন। এই মূর্তি তৈরি করতে তাঁর ১.৩০ লক্ষ টাকা খরচ হয় বলে জানা গিয়েছে। ১৪ জুন ট্রাম্পের জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেন বুশা। এই কর্মকাণ্ডের জন্য তিনি বিখ্যাত হয়ে যান।
এই যুবকের পরিবারের লোকজন জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি উদ্বিগ্ন ছিলেন। ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে এলেও, বুশার উদ্বেগ কমেনি। সম্ভবত সেই কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।