লাদাখ: আন্তর্জাতিক যোগ দিবস পালন এবার লাদাখেও। লাদাখের (Ladakh) ১৭ হাজার ফিট উপরে এদিন যোগ দিবস (Internationa Yoga Day 2022) পালন করেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)। মঙ্গলবার সাতসকালে যোগ ব্যায়াম করতে দেখা গেল ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশকে। জুন মাসে দেশের অন্যভাগগুলিতে তাপপ্রবাহ হলেও লাদাখে এই মুহূর্তে ঠান্ডা। আর তার মধ্য়েও খালি গায়ে বজ্রাসন সহ একাধিক যোগ আইটিবিপি জওয়ানদের। পাশাপাশি এদিন মহীশূর প্যালেস গ্রাউন্ডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খালি গায়েই বজ্রাসনে আইটিবিপি জওয়ানরা
সিকিম ও উত্তরাখণ্ডে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ) আইটিবিপি জওয়ানরা। এদিন সকালে সংবাদ সংস্থা এএনআই , ইন্দো-তিব্বত সীমান্ত জওয়ানদের যোগ অভ্য়াসের ছবি ট্যুইট শেয়ার করেছে। জুনের একুশের আগেই বর্ষা ঢুকলেও, এখনও ভালই হাঁসফাঁস অবস্থা সারা দেশে। তবে সিকিম ও উত্তরাখণ্ডে এখনও ঠান্ডাই রয়েছে। তার উপর সাতসকালে এদিন খালি্ গায়ে বজ্রাসন থেকে বিভিন্ন আসনের ভঙ্গিমায় দেখতে পাওয়া গেল আইবিটি জওয়ানদের। ধনুর আসন থেকে ভুজঙ্গা আসন, সবেতেই তাঁদের অংশ নিতে দেখা গিয়েছে।
মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগ ব্যায়াম করেন মোদি
উল্লেখ্য, এদিন সকালে প্রধানমন্ত্রী মোদি যোগ দিবস পালন করেন। গোটা দেশই মোদির যোগ ব্যায়াম থেকে অনুপ্রাণিত। মঙ্গলবার মহীশূর প্রাসাদ প্রাঙ্গণে ১৫ হাজার মানুষের সঙ্গে যোগ ব্যায়াম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের থিম, মানবতার জন্য যোগাভ্যাস। এদিন প্রধানমন্ত্রী বলেন, যোগই বিশ্বজুড়ে শান্তি আনতে পারে। আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী উত্সবে পরিণত হয়েছে। ২ বছর বিশ্বজুড়ে কঠিন সময় গিয়েছে। তারপরও যোগ নিয়ে উৎসাহ তুঙ্গে। পাশাপাশি এদিন মহীশূর প্যালেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
এদিন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে যোগাভ্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। দিল্লির লোটাস টেম্পলে এস জয়শঙ্কর, যন্তর মন্তরে নির্মলা সীতারমণ, নাগপুরে নিতিন গডকড়ী, জয়সলমীরে গজেন্দ্র শেখাওয়াত, এছাড়াও দিল্লিতে রবিশঙ্কর প্রসাদ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন।