নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদীর সংস্থার সিইও মিহির বনশালীর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। তাঁর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। রেড কর্নার নোটিস জারি হওয়ায় যে কোনও দেশেই গ্রেফতার করা যেতে পারে মিহিরকে।
কিছুদিন আগে নীরবের বিরুদ্ধেও রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুরোধে এবার মিহিরের বিরুদ্ধেও একই নোটিস জারি করা হল। ইন্টারপোল সূত্রে খবর, ইডি-র সন্দেহ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, হংকং, চিন বা সংযুক্ত আরব আমিরশাহীতে লুকিয়ে থাকতে পারেন মিহির। তবে ইন্টারপোলের ১৯২টি সদস্য দেশকেই তাঁর বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও দেশে তাঁকে দেখতে পাওয়া গেলেই গ্রেফতার করা হবে।
নীরব মোদীর সংস্থার সিইও-র বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Sep 2018 06:33 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -