নয়াদিল্লি: বিদেশ সফর নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে কটাক্ষ করল বিজেপি। আজ সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র জিভিএল নরসিংহ রাও বলেছেন, ‘গত পাঁচ বছরে ১৬ বার বিদেশে গিয়েছেন রাহুল গাঁধী। তাঁর পুরনো লোকসভা কেন্দ্র অমেঠিতেও এতবার যাননি। অমেঠির মানুষের তাঁকে প্রত্যাখ্যান করার এটি একটি কারণ। তিনি যে ১৬ বার বিদেশে গিয়েছেন, তার মধ্যে ৯ বারই গন্তব্যস্থল অজানা। তিনি কোথায় গিয়েছেন, সেটা কেন গোপন করা হয়েছে? তিনি কি কোনও গোপন অভিযানের সঙ্গে যুক্ত?’

লোকসভা নির্বাচনের পর থেকেই সেভাবে সক্রিয় নন রাহুল। তিনি কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। একবার-দু’বার কেরলে নিজের নয়া লোকসভা কেন্দ্র ওয়েনাড়ে গেলেও, দেশের অন্যত্র কোনও আন্দোলনে সামিল হননি। তার বদলে তিনি বিদেশ সফরে গিয়েছেন। এই বিষয়টি নিয়েই তাঁকে আক্রমণ করেছে বিজেপি।

গত ৩ জুলাই সাংসদদের উদ্দেশে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর লেখা চিঠির কথা উল্লেখ করে নরসিংহ রাও বলেছেন, ‘নিয়মানুসারে যে কোনও বিদেশ সফরের আগে সংসদকে জানাতে হবে সাংসদদের। ব্যক্তিগত কারণে কেউ বিদেশে গেলে সে বিষয়েও অবহিত করতে হবে সংসদকে। কিন্তু রাহুলের বিদেশ সফরের বিষয়ে লোকসভার সচিবালয়ের কাছে কোনও তথ্য নেই। বিদেশ থেকে লোকজন ধ্যান করার জন্য আসেন আর রাহুল ঘন ঘন বিদেশে যাচ্ছেন। তাঁর বিমানের ভাড়া, পাঁচতারা হোটেলে থাকা, অন্যান্য খরচ কে জোগাচ্ছে?’