নয়াদিল্লি: আইফোন ১২ সিরিজ লঞ্চ করলেন অ্যাপল সিইও টিম কুক। আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দাম এবং কী কী সুবিধা পাওয়া যাবে, সে কথা ঘোষণা করলেন তিনি। প্রত্যাশামতোই আইফোনের নতুন মডেলগুলিতে ফাইভ জি সাপোর্ট থাকছে। ভারতের বাজারে আইফোন ১২-র দাম থাকছে ৫৮,৬৭০ টাকা। আইফোন ১২ মিনির দাম থাকছে ৫১,৩২০ টাকা। আইফোন ১২ প্রো-র দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ৭৩,৩৬৩ টাকা থেকে। এই মডেলটি পাওয়া যাবে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজের সুবিধা সহ। আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় ৮০,৭১৫ টাকা থেকে। এই মডেলটিও পাওয়া যাবে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজের সুবিধা সহ।
আইফোন ১২ মডেলে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সুবিধা পাওয়া যাবে। লো লাইটেও দুর্দান্ত ছবি তোলা যাবে। নাইট মোডও উন্নত করা হয়েছে বলে দাবি অ্যাপলের। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা, দু’টিতেই নাইট মোডের সুবিধা পাওয়া যাবে।
আইফোন ১২ প্রো মডেলে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের পাশাপাশি টেলিফটো লেন্সেরও সুবিধা পাওয়া যাবে। এছাড়া ডিপ ফিউশন ক্যামেরাও পাওয়া যাবে।
আইফোন ১২ প্রো ম্যাক্সের ক্যামেরা আরও উন্নত। এই মডেলে ‘প্রো-লেভেল’ ক্যামেরা পাওয়া যাবে। এই প্রথম আইফোনে এইচডিআর ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। ডলবি ভিশন এইচডিআরে ভিডিও রেকর্ড করা যাবে এবং ছবি ও ভিডিও এডিট করা যাবে।
আইফোন ১২ ও আইফোন ১২ প্রো মডেলের প্রি-অর্ডার শুরু হচ্ছে ১৬ অক্টোবর থেকে। শিপিং শুরু হবে ২৩ অক্টোবর থেকে। আইফোন ১২ প্রো ম্যাক্স ও আইফোন ১২ মিনির প্রি-অর্ডার শুরু হবে ৬ নভেম্বর থেকে এবং শিপিং শুরু হবে ১৩ নভেম্বর থেকে।
এদিনের অনুষ্ঠানে অ্যাপল হোম প্যাড মিনিও লঞ্চ করা হয়েছে। ভারতীয় মুদ্রায় দাম ৯,৯৯০ টাকা।
থাকছে ফাইভ জি সাপোর্ট সহ আরও অনেক সুবিধা, প্রকাশ্যে এল আইফোন ১২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Oct 2020 11:42 PM (IST)
ভারতের বাজারে আইফোন ১২-র দাম থাকছে ৫৮,৬৭০ টাকা। আইফোন ১২ মিনির দাম থাকছে ৫১,৩২০ টাকা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -