হায়দরাবাদ: নিজামের শহরে আজ তাজ দখলের লড়াই। মুম্বই ইন্ডিয়ানস না চেন্নাই সুপার কিংস? চতুর্থবার আইপিএল জয়ের প্রথম নজির গড়বে কারা? রবিবাসরীয় রাতের হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই এই প্রশ্নের উত্তর দেবে। আইপিএল ফাইনালের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার মুখোমুখি হচ্ছে মুম্বই ও চেন্নাই। তার মধ্যে কেবল প্রথমবারই জয়ী হয়েছিল চেন্নাই। শেষ ২ বার ট্রফি গিয়েছে রোহিতদের ঝুলিতে। সুতরাং এবার তাঁদের কাছে সুযোগ থাকছে চেন্নাইয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করার। অন্যদিকে ধোনিদের কাছেও সুযোগ থাকছে হিসেব বরাবর করে ফলাফল ২-২ করার।
যদিও চলতি মরশুমে মুম্বইয়ের সামনে চেন্নাইয়ের রেকর্ড খুবই আশঙ্কাজনক। লিগ ম্যাচে ঘরে ও বাইরে হার। তার ওপর চিপকের শক্ত ঘাঁটিতেই মুম্বইয়ের কাছে কোয়ালিফায়ার হেরেছে চেন্নাই। সংশ্লিষ্ট মহলের চোখে মুম্বইয়ের এই ট্র্যাক রেকর্ডই তাঁদের এগিয়ে রাখছে। পরিসংখ্যান বলছে, বিগত সময়ে ২ বছর অন্তর অন্তর আইপিএল জেতার নজির রয়েছে আম্বানিদের। ২০১৩, ২০১৫, ২০১৭- এই তিনবারই আইপিএল খেতাব আরব সাগর লাগোয়া মায়াবীনগরে নিয়ে যেতে পেরেছে মুম্বই ইন্ডিয়ানস। এবারও কি তাই হতে চলেছে? আশাবাদী কোচ মাহেলা জয়বর্ধনে।
ম্যাচ উইনিয়ারদের নিয়ে দল গঠন করেই ধারাবাহিক সাফল্য এসেছে, বলছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তী। মায়াঙ্ক মার্কন্ডের বদলে রাহুল চাহর, যুবরাজ সিংহর পরিবর্তে ঈশান কিষণের মতো ক্রিকেটারদের সুযোগ দিয়ে সুফল পেয়েছে দল। অলরাউন্ড পারফরম্যান্স হার্দিক-ক্রণালেরও, সবমিলিয়ে চতুর্থবার খেতাব জয়ের পথে অনেকটাই আত্মবিশ্বাসী দেখাচ্ছে তাঁদের।
অন্যদিকে ধোনি ব্রিগেডও মরিয়া নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে। চারে চার, মুম্বইয়ের এই স্বপ্নে কাঁটা হতে পারেন খোদ মহেন্দ্র সিংহ ধোনি নিজেই। তার ওপর দিল্লির বিরুদ্ধে হরভজন, ইমরান তাহিরের স্পিন যাদু অনেকটাই স্বস্তি দিচ্ছে চেন্নাই ফ্যানদের। তবে হায়দরাবাদে ধোনিদের পারফরম্যান্স এবার তেমন একটা ভাল নয়। লিগ ম্যাচে রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামেই ৬ উইকেটে হেরেছিল তাঁরা। তবে এটাও মাথায় রাখতে হবে, পরপর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজিরও কেবল চেন্নাইয়ের দখলেই রয়েছে। ২০১০ সালে মুম্বইকে হারিয়ে প্রথমবার আইপিএল খেতাব জিতেছিলেন ধোনিরা। পরের বারও সেই ধারাবাহিকতা বজায় রেখে বিরাটের বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা। গতবার কামব্যাক মরশুমেও রীতিমতো চমক দিয়ে ‘বুড়ো’ দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এবারও কি তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? আশায় বুক বেঁধেছে ‘থালা’ ফ্যানরা।