মুম্বই: ইরফান খান ভক্তদের জন্য সুখবর। জানা গিয়েছে, লন্ডনে তাঁর চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই তিনি ভারতে ফিরে আসবেন। সূত্রের খবর, এই বলিউড অভিনেতার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। দু-এক দিনের মধ্যেই তিনি ফিরছেন। শুধু তাই নয়। খবরে আরও জানা গিয়েছে, ভারতে ফিরেই তিনি তাঁর পরবর্তী ছবি ‘হিন্দি মিডিয়াম ২’-এর শ্যুটিং শুরু করে দেবেন। অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই শ্যুটিংয়ের কাজ শুরু হবে। কয়েকদিন আগেই, ছবির স্ক্রিপ্ট শোনাতে প্রোডাকশনের একটি টিম লন্ডনে গিয়ে ইরফানের সঙ্গে দেখা করেন। সেখানে ‘হিন্দি মিডিয়াম ২’-এর গল্প শোনেন ইরফান। এরপরই, শ্যুটিং শিডিউল স্থির হয়।
এখানে বলে রাখা দরকার, বিগত কয়েকমাস ধরে লন্ডনে রয়ছেন এই বলিউড অভিনেতা। সেখানে তাঁর নিউরো-এন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে। প্রায়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইরফান তাঁর শারীরিক অবস্থার কথা অনুরাগীদের সামনে তুলে ধরেন। অসুস্থতার কথা প্রকাশ্যে আসার পর, একটি সাক্ষাৎকারে ইরফান বলেছিলেন, আমি কয়েকমাস অথবা কয়েক বছরের মধ্যেই মারা যাব-- এধরনের কথাকে গুরুত্ব দিই না। মাথাতেই আমি না। আমি মনে করি, জীবন যেভাবে বাঁচতে শিখিয়েছে, তেমনভাবেই বাঁচব। জীবন থেকে যা পেয়েছি, তাকেই আগলে রাখব।