মুম্বই: ইরফান খান ভক্তদের জন্য সুখবর। জানা গিয়েছে, লন্ডনে তাঁর চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই তিনি ভারতে ফিরে আসবেন। সূত্রের খবর, এই বলিউড অভিনেতার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। দু-এক দিনের মধ্যেই তিনি ফিরছেন। শুধু তাই নয়। খবরে আরও জানা গিয়েছে, ভারতে ফিরেই তিনি তাঁর পরবর্তী ছবি ‘হিন্দি মিডিয়াম ২’-এর শ্যুটিং শুরু করে দেবেন। অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই শ্যুটিংয়ের কাজ শুরু হবে। কয়েকদিন আগেই, ছবির স্ক্রিপ্ট শোনাতে প্রোডাকশনের একটি টিম লন্ডনে গিয়ে ইরফানের সঙ্গে দেখা করেন। সেখানে ‘হিন্দি মিডিয়াম ২’-এর গল্প শোনেন ইরফান। এরপরই, শ্যুটিং শিডিউল স্থির হয়।
চিকিৎসা করিয়ে শীঘ্রই ভারতে ফিরছেন ইরফান খান, শুরু করবেন শ্যুটিংও
Web Desk, ABP Ananda | 24 Oct 2018 03:57 PM (IST)