চাঁদের দক্ষিণ মেরুতে যে বোগস্লাভস্কি ই ক্রেটার রয়েছে তার আশপাশের ছবি পাঠিয়েছে চন্দ্রযান ২। এর ব্যাস ১৪ কিলোমিটার, গভীরতা ৩ কিলোমিটার।
ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা না গেলেও চন্দ্রযান ২ মিশন ৯৮ শতাংশ সফল। চন্দ্রযান ঠিকঠাকই ঘুরছে চাঁদের কক্ষপথে, পাঠাচ্ছে তথ্য, ছবি। শুধু বিক্রমই হারিয়ে গিয়েছে চাঁদের দেশে।