নয়াদিল্লি: নয়ডায় বিএসপি নেত্রী মায়াবতীর ভাই ও তার স্ত্রীর ৪০০ কোটি টাকার একটি ‘বেনামি’ জমি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ। এক সরকারি নির্দেশে এ কথা বলা হয়েছে।
আনন্দ কুমার ও তাঁর স্ত্রী ভিচিতের লতা ওই সাত একর জমির ‘মালিকানা থেকে উপকৃত’ হয়েছেন বলে অভিযোগ। ওই জমি বাজেয়াপ্ত করতে আয়কর বিভাগের দিল্লির বেনামি প্রহিবিশন ইউনিট (বিপিইউ)-র ১৬ জুলাইয়ের অস্থায়ী নির্দেশ জারি করে।
মায়াবতী সম্প্রতি কুমারকে বিএসপি-র জাতীয় সহ সভাপতি হিসেবে নিযুক্ত করেন।
১৯৮৮-র বেনামি সম্পত্তি লেনদেন আইনের ২৪ (৩) ধারায় ওই নির্দেশ জারি করা হয়।
বিপিইউ-র নির্দেশ অনুযায়ী, ওই সম্পত্তির মূল্য ৪০০ কোটি টাকা।
আইন অনুযায়ী, বেনামি আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বেনামি জমির বাজার মূল্যের ২৫ শতাংশ জরিমানা সহ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের সংস্থান রয়েছে।