নয়াদিল্লি: নয়ডায় বিএসপি নেত্রী মায়াবতীর ভাই ও তার স্ত্রীর ৪০০ কোটি টাকার একটি ‘বেনামি’ জমি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ। এক সরকারি নির্দেশে এ কথা বলা হয়েছে।
আনন্দ কুমার ও তাঁর স্ত্রী ভিচিতের লতা ওই সাত একর জমির ‘মালিকানা থেকে উপকৃত’ হয়েছেন বলে অভিযোগ। ওই জমি বাজেয়াপ্ত করতে আয়কর বিভাগের দিল্লির বেনামি প্রহিবিশন ইউনিট (বিপিইউ)-র ১৬ জুলাইয়ের অস্থায়ী নির্দেশ জারি করে।
মায়াবতী সম্প্রতি কুমারকে বিএসপি-র জাতীয় সহ সভাপতি হিসেবে নিযুক্ত করেন।
১৯৮৮-র বেনামি সম্পত্তি লেনদেন আইনের ২৪ (৩) ধারায় ওই নির্দেশ জারি করা হয়।
বিপিইউ-র নির্দেশ অনুযায়ী, ওই সম্পত্তির মূল্য ৪০০ কোটি টাকা।
আইন অনুযায়ী, বেনামি আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বেনামি জমির বাজার মূল্যের ২৫ শতাংশ জরিমানা সহ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের সংস্থান রয়েছে।
নয়ডায় মায়াবতীর ভাই ও তাঁর স্ত্রীর ৪০০ কোটি টাকার ‘বেনামি’ জমি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jul 2019 03:00 PM (IST)
নয়ডায় বিএসপি নেত্রী মায়াবতীর ভাই ও তার স্ত্রীর ৪০০ কোটি টাকার একটি ‘বেনামি’ জমি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ। এক সরকারি নির্দেশে এ কথা বলা হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -