কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে সংঘাতের আবহেই রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শহিদ মিনারে তাঁর সভা। এই সভা থেকেই তিনি সূচনা করবেন ‘আর নয় অন্যায়’ কর্মসূচি। ঘটনাচক্রে আজই আন্তর্জাতিক বৈষম্য-বিরোধী দিবস। এই দিনটি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, ‘ভারতে বৈষম্যের রাজনীতি দেখে আমি ব্যথিত। আসুন আমরা শপথ নিই, সমাজ থেকে জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধরনের বৈষম্য দূর করব। আমরা কোনও ধরনের বৈষম্য মেনে নেব না।’

শুক্রবারই ওড়িশার ভূবনেশ্বরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। বাম-কংগ্রেস সেই বৈঠক নিয়ে কটাক্ষ করছে। এরই মধ্যে আজ শহিদ মিনারে বিজেপি-র সভা। পুরভোটের মুখে এই সভা ঘিরে গেরুয়া শিবিরে তৎপরতা তুঙ্গে। কলকাতা বিমানবন্দরে নামার পর, রাজারহাটে এনএসজি-র নতুন ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুপুর আড়াইটেয় শহিদ মিনারে তাঁর সভা। বিকেল পৌনে ৪টে নাগাদ কালীঘাট মন্দিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধে ৬টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজারহাটের হোটেলে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন অমিত শাহ। রাতেই দিল্লি ফিরবেন তিনি।