সিএএ-বিরোধী বিজ্ঞাপনে কে অনুমোদন দিয়েছিল? জানতে চেয়ে তথ্য-সংস্কৃতি সচিবকে চিঠি রাজভবনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Feb 2020 07:25 PM (IST)
এ ব্যাপারে অবশ্য এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ফাইল ছবি
NEXT
PREV
কলকাতা: এবার নাগরিকত্ব সংশোধনী আইন-বিরোধী প্রচার নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাত। জনগণের টাকায় কেন রাজনৈতিক প্রচার এ রাজ্যের শাসক দলের? সিএএ-বিরোধী বিজ্ঞাপনে কে অনুমোদন দিয়েছিল? জানতে চেয়ে তথ্য-সংস্কৃতি সচিবকে দেওয়া চিঠি প্রকাশ্যে আনল রাজভবন। শুধু তাই নয়, কবে থেকে কতদিন ওই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে? সেজন্য এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? আর কত টাকা দেওয়া বাকি রয়েছে? তাও জানতে চেয়েছে রাজভবন। বিজ্ঞাপনে যে সমস্ত অফিসারকে দেখা যাচ্ছে, নাম-সহ তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে রাজভবনের তরফে। এ ব্যাপারে অবশ্য এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -