নিজের বই ‘নেহরু, দি ইনভেনশন অব ইন্ডিয়া’-র নতুন করে প্রকাশ অনুষ্ঠানে তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর লাগাতার চরিত্রহননের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারুর। ক্ষোভের সুরে বলেন, ইন্টারনেট দেখছি, ওনার চরিত্রে কালিমা লেপনের সংগঠিত, সচেতন প্রয়াস চলছে। অসহনীয় মিথ্যা তথ্যের ছড়াছড়ি দেখছি। কেন ভারতের এক মহান সন্তানকে খাটো করার এহেন বাসনা, যিনি, আমরা যা গড়ে তুলেছি, তার ভিত্তি তৈরি করে গিয়েছেন? তারুর এও বলেন, সরকার যদি আজ মঙ্গলায়ন নিয়ে গর্ব করে থাকে, তবে প্রশ্ন করুন, কে ইসরো তৈরি করেছিলেন। গরিব হলেও ভারত মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখবে, কে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কে আইআইটিগুলি তৈরি করেছিলেন, যারা এত বিরাট সংখ্যক মেধাবী লোকজনকে সিলিকন ভ্যালিতে পাঠিয়েছে যেখানে ৪০ শতাংশ স্টার্ট আপ ব্যবসার মাথায় আছেন ভারতীয়রা?
অনুষ্ঠানে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী নেহরুর গুরুত্বকে ছোট করে দেখানোর অভিযোগে বিজেপির সমালোচনা করে বলেন, নেহরুর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক অর্থনীতি ও বেজোট বিদেশনীতির মৌলিক মূল্যবান ভাবনাকেই চ্যালেঞ্জ করছে বর্তমান শাসক দল। তিনি ভারত নির্মাণে যা যা করেছেন, সেইসব কিছুর প্রতি ঘৃণা, বিদ্বেষ প্রকাশ করে ওরা।
তবে ট্যুইটে বিজেপি পাল্টা তারুরকে নিশানা করে বলেছে, একটা সামান্য ত্রুটি সংশোধন, ডাঃ তারুর। ওনার ভূমিকাকে শুধুমাত্র প্রধানমন্ত্রী বানানো বা ওই ধরনের মামুলি বিষয়ের মধ্যে সীমিত করে দেখাবেন না, গোটা মানবতা টিকে রয়েছে নেহরুর জন্য।