নয়াদিল্লি: ২০০২ এর গুজরাত হিংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আদালতের দেওয়া ক্লিনচিটের রায়কে চ্যালেঞ্জ করে জাকিয়া জাফরির আবেদনের ওপর সুপ্রিম কোর্টে শুনানি হবে সোমবার। খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। গুজরাত হিংসায় প্রাণ হারানো প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। গুজরাতের অশান্তির সময় মোদী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ তুলে মোদী ও অন্যদের কাঠগড়ায় তুলেছিলেন জাকিয়া।
বিশেষ তদন্ত দল (সিট) মোদী ও আরও ৫৮ জনকে যে ক্লিনচিট দিয়েছিল, ২০১৭-র অক্টোবরে গুজরাত হাইকোর্ট তা বহাল রাখে। তাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছেন জাকিয়া ও সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস সংস্থার তরফে সমাজকর্মী তিস্তা শেতলবাদ। পিটিশনে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিটের ক্লোজার রিপোর্ট বহাল রেখে ম্যাজিস্ট্রেটের দেওয়া রায় ও সিটের বিভিন্ন মতামত, পর্যবেক্ষণের বিরোধিতা করেছেন তাঁরা।
গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের জেরে ২০০২ এর ২৮ ফেব্রুয়ারি আমদাবাদের গুলবার্গ সোসাইটিতে মারমুখী জনতার হামলায় নিহত হন এহসান ও আরও ৬৮ জন। তদন্ত শুরু হওয়ার পর জাকিয়া ২০০৬-এ দাবি করেন, হিংসার জন্য মোদী, কয়েকজন মন্ত্রী ও আমলার বিরুদ্ধেও মামলা করুক পুলিশ।
২ বছর পর সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে গুলবার্গ হত্যাকাণ্ড সহ ৯টি বড় হিংসা মামলার তদন্ত করতে নির্দেশ দেয়। ২০০৯ এর ২৭ এপ্রিল জাকিয়ার অভিযোগ খতিয়ে দেখতে বলে সিট-কে। সিট ২০১২-র মার্চে মোদীর বিরুদ্ধে তদন্ত করে এক বছর বাদে ক্লোজার রিপোর্ট পেশ করে, যাতে বলে দেওয়া হয়, তাঁর সম্পর্কে তোলা যাবতীয় অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণই মেলেনি।
গুজরাত হিংসা: সুপ্রিম কোর্টে মোদীর বিরুদ্ধে জাকিয়া জাফরির আবেদনের শুনানি সোমবার
Web Desk, ABP Ananda
Updated at:
13 Nov 2018 04:05 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -