নয়াদিল্লি: প্রথম থেকেই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে আসছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)। বুধবার রাজ্যসভাতেও পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। ৮ ঘণ্টা আলোচনা-বিতর্কের পর নাগরিকত্ব বিলের উপর ভোটাভুটি হয়। পক্ষে পড়ে ১২৫ ভোট, বিপক্ষে ১০৫ সাংসদ। এরপরই এই বিলের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় আইইউএমএল।
বৃহস্পতিবার নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। ‘বিলকে আইনে পরিণত হতে দেবেন না’, এই মর্মে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে আইইউএমএল। চারজন আবেদনকারী হলেন, লোকসভার সাংসদ কুনহলিকুট্টি পিকে, নওয়াস কানি, মহম্মদ বসির ও রাজ্যসভার সাংসদ আবদুল ওয়াহাব।
সূত্রের খবর, আইইউএমএল-এর হয়ে লড়তে পারেন কবিল সিব্বল।