আমদাবাদ: গুজরাত হিংসায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট। নানাবতী কমিশনের রিপোর্টে মোদিকে ক্লিনচিট দেওয়া হল। ২০০২-এর গুজরাত হিংসার ঘটনায় তোলপাড় পড়েছিল দেশজুড়ে। আঙুল উঠেছিল মোদির দিকে। তবে নানাবতী রিপোর্ট স্বস্তি দেবে প্রধানমন্ত্রীকে।
বুধবার গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপসিংহ জাডেজা বিধানসভায় নানাবতী রিপোর্ট পেশ করেন। রাজ্যের হাতে পাঁচ বছর আগেই জমা পড়েছিল রিপোর্ট।
২০০২ সালে গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ৫৯জন করসেবক। তারপরই গুজরাতজুড়ে হিংসার ঘটনায় এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। যার মধ্যে বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের। সে সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিই। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি জিটি নানাবতী ও অক্ষয় মেটাকে। ২০১৪ সালে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেলকে রিপোর্ট জমা দেয় নানাবতী কমিশন।
বুধবার প্রকাশিত সেই রিপোর্টে মোদিকে ক্লিনচিট দেওয়া হল।
গুজরাত হিংসার ঘটনায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট নানাবতী কমিশনের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2019 12:25 PM (IST)
বুধবার গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদীপসিংহ জাডেজা বিধানসভায় নানাবতী রিপোর্ট পেশ করেন। রাজ্যের হাতে পাঁচ বছর আগেই জমা পড়েছিল রিপোর্ট।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -