নয়াদিল্লি: স্পেশাল সিকিওরিটি গ্রুপের (এসএসজি) নিরাপত্তাবলয় হারাতে চলেছেন জম্মু ও কাশ্মীরের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, গুলাম নবি আজাদ ও মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীর প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। গত ৩১ ডিসেম্বর জম্মু ও কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে (ডিজিপি) জানানো হয়েছে, ‘প্রশাসন এসএসজি-র উপযুক্ত আয়তন ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে যতটা কম সম্ভব কাজে লাগাতে হবে এসএসজি-কে। একজন ডিএসপি-র নেতৃত্বে নিরাপত্তাব্যবস্থা বজায় রাখতে হবে।’
এই নির্দেশিকা জারি করেছেন জম্মু ও কাশ্মীর প্রশাসনের আন্ডার সেক্রেটারি রশিদ রায়না। এসএসজি-র বিষয়ে এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘এসএসএফ-এর প্রয়োজন ছাড়া এসএসজি-র ব্যবহৃত গাড়ি, অন্যান্য সামগ্রী নিরাপত্তা সংস্থাগুলির কাছে জমা দিতে হবে। সিকিওরিটি রিভিউ কোঅর্ডিনেশন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। জম্মু ও কাশ্মীরের গুরুত্বপূর্ণ নেতাদের উপর হামলার ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এসএসজি-র আয়তন কমানোর বিষয়টি নিয়ে ফের পর্যালোচনা করা হতে পারে। কারণ, পুলিশ আধিকারিকরা মনে করছেন, এর ফলে নিরাপত্তারক্ষীদের প্রস্তুতি বিঘ্নিত হতে পারে। সেই কারণে এসএসজি-র আয়তন একই রাখা হতে পারে।’
জম্মু ও কাশ্মীরের যে চার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হচ্ছে, তাঁদের মধ্যে গুলাম নবি আজাদ ছাড়া বাকি তিনজনই শ্রীনগরে থাকেন। এসএসজি নিরাপত্তা কমানো হলেও, ফারুক আবদুল্লা ও গুলাম নবি আজাদ জেড প্লাস নিরাপত্তাই পাবেন। তাঁদের এই নিরাপত্তাব্যবস্থার ক্ষেত্রে কোনও বদল আনা হচ্ছে না।
জম্মু ও কাশ্মীরের বাকি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ও মেহবুবা মুফতি নিজেদের রাজ্যে থাকাকালীন জেড প্লাস নিরাপত্তাই পাবেন। তবে দেশের অন্য কোনও রাজ্যে গেলে তাঁদের নিরাপত্তা কমানো হবে। তখন আর তাঁরা জেড প্লাস নিরাপত্তা পাবেন না। জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই এই নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে।