নয়াদিল্লি: ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে ক্ষুব্ধ হওয়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন উত্তরাখণ্ডের নৈনিতাল-উধম সিংহ নগরের বিজেপি সাংসদ অজয় ভট্ট। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ষাঁড় যেমন লাল কাপড় দেখলেই ক্ষেপে যায়, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কেউ জয় শ্রীরাম বললেই তিনি রেগে যাচ্ছেন। বাংলার মানুষ জয় শ্রীরাম বলে মমতাদিদিকে ভয় পাইয়ে দিয়েছেন। আমি জানি না, রামের নাম শুনলে তাঁর কী হয়! কেউ জয় শ্রীরাম বললেই তিনি রেগে যান।’


এবারই প্রথম সাংসদ হয়েছেন অজয়। তিনি উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে হারিয়ে দিয়েছেন। মমতার উদ্দেশে অজয়ের পরামর্শ, ‘গণতন্ত্রে সবারই স্লোগান দেওয়ার অধিকার আছে। আপনি মাথা ঠান্ডা রাখুন। আমি জানি না, রামচন্দ্রের প্রতি কেন মমতার বিতৃষ্ণা আছে। আমি একটি ভিডিওতে দেখলাম, একজন জয় শ্রীরাম বলতেই তিনি এমন করলেন যেন কেউ মৌচাকে হাত দিয়েছে। কেউ কেউ হ্যালো না বলে জয় শ্রীরাম বলে। এতে সমস্যার কী আছে?’