নয়াদিল্লি: আজ প্রকাশিত হল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের (নিট) ফল। শীর্ষে রাজস্থানের নলিন খাণ্ডেলওয়াল। তিনি ৭২০ নম্বরের মধ্যে ৭০১ পেয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দিল্লির ভাবিক বনসল ও উত্তরপ্রদেশের অক্ষত কৌশিক। তাঁদের দু’জনেরই প্রাপ্ত নম্বর ৭০০। জীববিদ্যায় বেশি নম্বর পাওয়ায় দ্বিতীয় স্থানে ভাবিক।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা নিট দেন ১৪,১০,৭৫৫ জন। ৫ মে ও ২০ মে দেশের ১৫৪টি শহরের ২,৫৪৬টি কেন্দ্রে ১১টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়। পাশ করেছেন ৭,৯৭,০৪২ জন।
নিট-এর ফল প্রকাশিত, শীর্ষে রাজস্থানের নলিন খাণ্ডেলওয়াল
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2019 05:12 PM (IST)
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা নিট দেন ১৪,১০,৭৫৫ জন।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -