বেঙ্গালুরু: দ্বিতীয় ইউপিএ সরকারের নীতি-পঙ্গুত্বের জন্য তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশকে দায়ী করলেন প্রবীণ কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে সাম্প্রতিক মন্তব্যের জন্য রমেশ ও শশী তারুরের সমালোচনাও করেছেন মইলি। তিনি এই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মইলি বলেছেন, ‘আমাদের সরকারের নীতি-পঙ্গুত্বের জন্য দায়ী রমেশ। তিনি একাধিকবার সরকারের নীতির সঙ্গে আপস করেছেন। তিনি পরিবেশমন্ত্রী ছিলেন। তিনি গ্রামোন্নয়ন মন্ত্রকেরও দায়িত্বে ছিলেন। সেই সময় পরিবেশমন্ত্রকের সব কাজই ছিল নেতিবাচক। জমি অধিগ্রহণ, প্রকল্পের অনুমতি পাওয়ার ক্ষেত্রে শিল্পপতিদের বাধার মুখে পড়তে হচ্ছিল। প্রধানমন্ত্রী সম্পর্কে রমেশের মন্তব্য খুব খারাপ। তিনি এই মন্তব্যের মাধ্যমে বিজেপি-র সঙ্গে আপস করেছেন। যে নেতা এই মন্তব্য করেছেন, তিনি কংগ্রেসের হয়ে কাজ করছেন না। এই নেতারা মন্ত্রী হিসেবে ক্ষমতা উপভোগ করেছেন। সেই কারণে বিরোধী হওয়ার পরেও শাসক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।’

তারুরের সমালোচনা করে মইলি বলেছেন, ‘তিনি মাঝেমধ্যেই বিভিন্ন মন্তব্য করে সংবাদমাধ্যমে নিজের নাম দেখতে চান। তাঁর মন্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তিনি কোনওদিনই গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা নন। কংগ্রেস দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। এই ধরনের নেতাদের সতর্ক করে দিতে হবে। যারা অন্য দলে চলে যেতে চাইছে, তাদের যেতে দেওয়া উচিত। দলে থেকে অন্তর্ঘাত করা চলবে না।’