নয়াদিল্লি: শরীর ভাল আছে কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির। শীঘ্রই তিনি মন্ত্রী হিসাবে সরকারি কাজকর্ম ফের শুরু করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গয়াল এ কথা জানিয়েছেন। আজ লোকসভায় নিজের মন্ত্রক সংক্রান্ত দুটি প্রস্তাব পেশ করে গয়াল বলেন, সভাকে আমি অবগত করতে চাই যে, অরুণজি ভাল আছেন, শীঘ্রই আমাদের মধ্যে ফিরবেন। সূত্রের খবর, ১৬ আগস্ট থেকে কাজ শুরু করবেন তিনি।
রাজ্যসভার নেতা জেটলি আজ দীর্ঘদিন বাদে সভায় আসেন, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোটাভুটিতে অংশগ্রহণ করেন, সংক্ষিপ্ত ভাষণও দেন। তিন মাস বাদে জেটলি উচ্চকক্ষে ফেরায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেখে আনন্দ হচ্ছে যে, রাজ্যসভার নেতা অরুণ জেটলিজি আজ সভায় হাজির রয়েছেন।
এদিন এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিংহের রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনের পর জেটলি তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, হরিবংশ সিংহ তাঁর পদের মর্যাদা অটুট রাখবেন, আমি নিশ্চিত।
শারীরিক অসুস্থতার জন্য গত এপ্রিল থেকেই অর্থমন্ত্রকে আসা বন্ধ করে দিয়েছিলেন জেটলি। গত ১৪ মে তাঁর কিডনি বদলের অপারেশন হয়। সেদিনই তাঁর হাতে থাকা কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয় সংক্রান্ত মন্ত্রকের যাবতীয় দায়িত্ব সাময়িক গয়ালের হাতে তুলে দেওয়া হয়।
২০১৪-র মে মাসে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে জেটলির হাতেই ছিল অর্থমন্ত্রক। প্রতিরক্ষা, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বাড়তি দায়িত্বও পালন করেছেন তিনি।
চার মাস মন্ত্রকে না থাকলেও সোস্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন জেটলি, আর্থিক বিষয় ছাড়াও অসমে এনআরসি, সত্তর দশকের জরুরি অবস্থা, সংসদে বিরোধীদের তোলা অনাস্থা প্রস্তাব, রাফালে যুদ্ধবিমান ডিল, জিএসটির মতো বিষয়েও ব্লগ লিখেছেন।
২০০০ থেকে তিনি রাজ্যসভা সদস্য। এ বছরের মার্চে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হন তিনি।